জীর্ণ একাকী মন,অল্প আলোয় উচাটন।
কেউ বলে থাক ফাঁকা পরে এ উঠোন!
কেউবা এসে দীপ্ত আলোয় রুদ্ধ করে ভাবাবেগ!
কেউ জোছনার মূর্ছনায়, সুর তোলে; জাগায় বেহাগ!


একলা বসে একতারা টি, শব্দ বিনেও জব্দ হয়!
সাগর পাড়ের রুষ্ট রেশ, একলা পথিক নীরব যায়!
অজস্রবার আঘাত হানি, তীর বিদ্ধ এ হৃদয় খানি!
আলিঙ্গন না ঔদ্ধত্য, হারিয়ে যাওয়া মাস্তুল জানে?