ভেজা বালিশ, কাজল কালো চোখের কোল,
সঙ্গী উসকো খুশকো মনখারাপেরা!
ছড়িয়ে যাচ্ছে হাওয়ায় মাতাল হয়ে,
দিকবিদিক শূণ্য হয়ে হারাচ্ছে জ্ঞান॥
পথ আলাদা হয়ে যাওয়ার মুহুর্তে,
দাঁড়িয়ে অচেনা পথের বাঁক!
খুঁজে নিয়েছে ঠিকানা সুদূর এর,
চাইলেও ফেরা হবে না এমন তার আঁক!
দিগন্ত জোড়া জানালা মনের,
ঈশান কোণে ঈষৎ মেঘ!
শত অবরোধেও পারেনা রোধিতে,
বড্ড অকপট, নির্লজ্জ নির্ভীক প্রেম !