আমরা একলা খোলা জানালা,
এক চিলতে আকাশ উন্মুক্ত করেছে-
এক হৃদয় স্বপ্ন,
অনুভূতি দের আনাগোনা,
ব্যর্থ সময়ের অকারণ প্রত্যাশা,
এ জানালায় ছিলো কতো প্রত্যয়,
নতুন করে বেড়ে ওঠার অভিপ্রায়,


যখন এক মুঠো রোদ এসে পড়তো আমার ইজেলে,
রঙ্গিন হয়ে উঠতো আমার ক্যানভাস,
স্বপ্নবিলাসী মন আমার ভেসে যেত আরশিনগরের অচেনা বাঁকে।
ইঁলশেগুড়ি বৃষ্টি এসে যখন ভিজিয়ে যেতো আমায়,
মনের অলিন্দ শুধু থাকতো একাকী তারই প্রতীক্ষায়,
বসন্তের দখিনা বাতাস,  
অবলীলায় মুছে দিয়ে যেতো পাতা ঝরার রিক্ত বেদনা,
জোছনায় অল্প হাসে ওই নীল আসমান,
মিটিমিটি জোনাকি স্তব্ধ আঁধারে দীপ্যমান
রেখে যেতো আমার খোলা জানালা।


০২রা ফেব্রুয়ারি' ২০১৯