আবহমান সময়স্রোতে কালের নীরব অনুভূতি,
স্মৃতির সরণি ধরে খেয়া পারাপার,
মহাকাশের বার্তা, দিগন্তের আশ্বাস
পিছুটান এ ছায়াপথ দীর্ঘতর!
নির্বিরোধে বয়ে চলে খরস্রোতা প্রবাহিনী,
সৃষ্টির যোনিপথে অবারিত দ্বার!
সীমিত অবসরে- অচঞ্চল ও অবাধ !
ক্ষত বিক্ষত রক্তাক্ত নির্নিমেষ অবিচল।
অনিমেষ দৃষ্টি, জোছনায় মাখা চরাচর!
নেই প্রেম, ক্রুর হাসি; শূণ্যতা ও হাহাকার!