চোখ দুটো খুঁজে বেড়ায় আলো,
যেখানে হিমশীতল প্রত্যাখ্যান
সেখানেই মাধবীলতার সুধা ঢালো!


চোখের আড়ালে শুধু মুখোশের ভীড়,
নীরবে পুষে রাখে অশ্রুজল
গোধূলি বেলায় সকলে ফিরবেই নীড়!


চোখেই সৃষ্টি হাজার অনুভূতির মিছিল,
কতো নিদ্রাহীন একেলা রাত্রি
আকাশনীলে স্বপ্ন খোঁজে মুক্ত শঙ্খচিল!


চোখের ভাষায় হারিয়ে দৃষ্টি নীরব,
অধরা হৃদয়ে ঝাড়বাতি জ্বলে
শান্ত দীঘিতে, আজ হোক কলরব!


চোখ ছুঁয়ে যায় কতো অব্যক্ত ব্যাথা,
পরিচিত স্পর্শের অচেনা রূপ
আগামী হোক কথায় মালায় গাঁথা!


কলমে: জয়িতা দত্ত ॥
১৩/০৫/২০২১