রিক্ত শূণ্য এ হৃদয়ে গোধূলির মায়াবী আকাশ,
আলো আধাঁরির মায়ায় বর্ণচোরা ভ্রম বিলাস,
দূর দিগন্তে হারিয়ে যাওয়ার ভাবনারা বেসামাল,
নিওন আলোয় মুক্ত হয়ে যাক এই মায়াজাল!


হৃদয়ের গহীনে হাতড়ে ফিরি এক অবুঝ ভালবাসা,
আঁচল পেতে বসে থাকি দু'চোখের ধুলো মুছে দেওয়ার আশায়!!
আধো অন্ধকারে হলুদ হয়ে যাওয়া চিঠিগুলো খুঁজি,
উত্তরের অপেক্ষায় কবিতার পাতায় মুখ গুঁজি।


এমন সময় আকাশ মেতে ওঠে তারাদের উৎসবে,
মেঘলা দিনে রোদের উঁকি, বেদনা মিলায় কলরবে,
বহুদূর থেকে কে যেনো এসে বলে যায় কানে কানে,
'এক স্তব্ধতা দেখা করেছিলো নৈঃশব্দের সনে' !