কখন যে সন্ধে নেমে এলো দিগন্তের ওই পারে,
চেয়ে থাকা চোখও ডুব দিলো আঁধারে।
আকাশে দিন রাতের লুকোচুরি টা বেশ,
তারা দের ফিরে আসা- মন ছুটে যায় দূর দেশ!


দ্বিধাহীন মনের অবাধ যাতায়াত,
পেরোয় আলোর গতিতে, সীমাহীন মৌতাত!
চেনা মুখ ; চেনা মন আজ সময়ের স্রোতে অচেনা!
ফিকে হয়ে আসছে ক্রমেই মনের আদল আয়না ॥


চমক ভেঙ্গে তাকিয়ে দেখি একই চেনা দৃশ্য,
খিড়কি দিয়ে ছুটছে পথ , ছুটছে সারা বিশ্ব!
কেউ জানবে না কোনদিনও , শর্ত অদৃশ্য!
তোমার আমার এ অজানা কাহিনী রয়ে গেলো অস্পৃশ্য !