এক আকাশ বেদনা ছুঁয়ে কেটে যায় ব্যস্ততার রাত দিন,
টুকরো টুকরো স্মৃতির ডালায় ভরে থাকে আমার সাকিন।


চেনা জগৎ টা আজ সময়ের পলিতে ধূসর,বড্ড অচেনা,
ঘড়ির কাঁটার একঘেয়েমি,নৈঃশব্দ ভেঙে রাতচরা গেল না?


রাত্রির আড়ালে ভেসে ওঠে, হারিয়ে যাওয়া সময় অসময়ে,
অপেক্ষার বাঁধন ছিঁড়ে ক্লান্ত চোখ,সহসা অনুভূতিরা বাঙ্ময়!


কল্পনার পালে দোলা লাগে,তৃষ্ণাতুর মন সিলিং ছুঁতে চায়,
অন্তরের উষ্ণতা স্পর্শ করে,তপ্ত গোবি সাহারাকে অবলীলায়॥


শব্দ যখন কবিতা সাজায়,মন ভেসে যায় মেঘমল্লারের সুরে,
যত্নে রাখবো হৃদমাঝারে,চেরাপুঞ্জির মেঘ হঠাত্‍ যদি আসে উড়ে।


নিবিড় স্পর্শ,মেঘের আলিঙ্গন-উষ্ণ মরু পায় না খুঁজে তল,
সেতারে মালকোষী সুর, অপার্থিব সুখে শুষ্ক মরু শীতল॥


অভিমানী মন ছুঁয়ে দিলে,এক বুক স্বপ্ন নিয়ে ছুটে আসুক বৃষ্টি।
মরীচিকা ভুলে, ক্লান্তি অবসানে,মরুপ্রান্তে ভবিষ্যৎ হোক সৃষ্টি॥


মনের গহীনে আজন্ম লালিত আমাদের ভালো-বাসার ছবি,
আলোয় আঁধারে লুকোচুরি করে,স্বপ্ন দেখে আগামীর কবি।


বুকের গভীরে তপ্ত মরুস্রোত,মরু প্রান্তে জলের দাগ অভিমানিনী,
চেরাপুঞ্জির মেঘ বারি হয়ে ঝড়ো,অশান্ত হৃদয়ে নীল রঙ আসমানি।


এস মেঘ,এ মরু হৃদয়ে শুষ্ক পাথারে করি তোমায় আমন্ত্রণ,
অঝোর ধারায় বর্ষা নামুক,মরুবক্ষ জুড়ে মেঘের অবগাহন।


১৮ই মার্চ' ২০২৩