এক অদ্ভুত অসুখ এর শিকার আমি।
ইনসমনিয়া নয় ঠিক !
ঘুমোতে চাই না আমি
স্বপ্ন গুলো জেগে ওঠার হতাশা ঘিরে ধরে,
যেভাবে ধোঁয়াশা ঘিরে ধরে মুখরিত আকাশ!
বাস্তবে যা মনে হয় অতীতের কিছু রক্তক্ষরণ,
যা শুধুই তিক্ত বিচ্ছিন্ন অনুরণন;
চেতন আর অবচেতনের মাঝে শূণ্যস্থান,
আমি চাই ফাঁকা পরে থাক।
চাওয়া ও পাওয়ার সূক্ষ্ম অনুভূতিরা
ভাবনার অবকাশ না পাক॥
রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ুক বাস্তবের রেশ,
ইনসমনিয়া নামটি কিন্তু বেশ!!!