অলস উঠোনে সকালের কমলা রোদ এসে ছড়িয়ে বসে।  
আড়মোড়া ভাঙা সোনালী আলো,
আলসে তে শালিক দের আদুরে আলাপ,
দড়ির খাটে আধো ঘুমেই আলাপী হয়।


উঠোনের এক কোণে বেশ ঝাঁকড়া কদম ফুলের গাছ,
আড়াল করে আঁকিবুকি কাটে।  
ছাদের নিরালায় নির্জন একাকীত্বে,
পুরোনো প্রিয় বন্ধুকে খুঁজে পায়।


গেটের দুপাশে দুটো ক্রিসমাস ট্রি পরস্পর আলিঙ্গনে মাতে,
আকঁড়ে ধরতে চায় নির্ভরতায়।  
ক্ষয়াটে মলাটের কবিতার খাতা থেকে,
শুকনো লাল গোলাপ উষ্ণতা ফিরে পায়!


28th July' 2022