হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ফিরে এস না,
সভ্যতা হাতড়ে প্রাচীন প্রেম পত্র খুঁজতে যেও না ॥
যে প্রেম ছিল মধ্যবিত্ত মনের গলি-ঘুজি,
গোপন চোরাবালি হয়ে তাতে ডুবে যেও না ॥


এই তো বেশ ছিলাম কিসের এত আনাগোনা,
রসসাগরে ডুব দিয়ে কিসের মণি মানিক বোনা॥
দূরের পিদিম জ্বলতে থাকুক কাটুক মনের অন্ধকার,
জলতরঙ্গে সুর তোল, হৃদয়ে উঠুক ঝংকার ॥