প্রতিদিনের চেনা দৃশ্য টা পাল্টে যায়,
সীমাহীন অবকাশ, দ্বিধাহীন অবয়ব,
আয়নায় ভেসে ওঠে অচেনা প্রতিবিম্ব!
পর্দার ওঠা নামায়, নাটকের চিত্র বদল,
আঁধারের আড়ালে, আলেয়ার আদল,
অভিনয়ে জেগে ওঠে অচেনা প্রতিবিম্ব!
ক্লান্ত দীঘির জলে, স্নিগ্ধ চাঁদের ছোঁয়া,
ঢেউএর তরঙ্গে, ছুঁয়ে দেখার ব্যর্থতায়,
জোছনায় হেসে ওঠে অচেনা প্রতিবিম্ব!