ভোর এর নামাজে, কি যে মিঠে সুর বাজে,
অন্ধকার কুঠুরিতে সাদা আলো ভাসে।
ছোটো ছোটো জাফরি,
ভরে যায় গুঁড়ো সাদা রঙ্গীন সাজে!
চেনা অচেনার সুরে বিরহী ধূপ ছায়া,
সদ্য স্নাত নারী, স্নিগ্ধ শান্ত কায়া।
রোজ একই চিন্হ কপালে,
ছড়িয়ে দেয় লাল আভরণ, প্রিয়তমা জায়া!
সুন্দর মলয় বাতাসে, সবুজে-রা হাসে,
একে অপরে শুধায়, ভায়া কোনো খবর আছে ?
মেঘ রোদ্দুর পাতার ফাঁকে,
সৃষ্টি হয় অন্য দৃশ্য, অন্য কোথাও আকাশে!