কোনো এক পড়ন্ত বিকেলে,সোনালী স্বপ্নের বাঁকে
ঘামে ভেজা কালো রুমালে,কে যেন চোখ বেঁধে রাখে।
দূষণের মায়াজাল তবু প্যাপিরাসে বেড়ে ওঠে,
অক্ষরে অক্ষরে কত প্রেম থাকে,
ঘামে ভেজা সেই কালো রুমাল
আজও কারো চোখ বেঁধে রাখে।
চোখ বাঁধা থাকে তাই, চুম্বনে ফুটে ওঠে দুনিয়া,
সেই দুনিয়ার কোলে বেড়ে ওঠে বিদায়ের জলছবি,
সে ছবির রঙ গড়িয়ে পড়ে ক্যানভাস থেকে পাতকুয়া
শার্টের প্রথম ছেঁড়া বোতামের অবহেলা,
ঘিরে ধরে থাকে, তবুও কত প্রেম
ঘামে ভেজা কালো রুমালে
চোখ বেঁধে রাখে।।