হ্যাঁ আমিও একা
বিবাহিত জীবন থেকে সহস্র ক্রোশ দূরে
পাহাড়ের পাদদেশে হেলে পড়া
বৃদ্ধ কৃষ্ণচূড়ার কাছে , আমি একদম একা।
প্রতিবেশী সমুদ্রের নিকটবর্তী লাইটহাউসের ছায়া
যখন আমাকে আড়াআড়ি ভাবে ছুঁয়ে ফেলে,
আমার বাড়ির ছাদের জলাধারের আড়াল থেকে
যখন শ্বেতশুভ্র গিরীরাজ আমার মানস চক্ষে
প্রতিফলিত হয়, আমি নিশ্চিত হয়ে যাই
আমার সুমধুর একাকীত্বের বিষয়ে।
ভেজা মেঘ, বসন্তের কোকিল,
ধুলো-বালি-ছাই, আর কি চাই !!
রাতের আকাশে জোনাকির দল,
মধ্যরাতের কড়া কফি,
বৃষ্টিস্নাত গ্র্যানাইটের প্রলেপ,
ঝোড়ো হাওয়ায় সজনে গাছ থেকে
টুক করে খসে পড়া শুঁয়োপোকা
এসবের মাঝে কেউ কি কখনো পেরেছে
নিজের একাকী থাকার বাসনাকে
জলাঞ্জলি দিতে??
তাই আমি একা, তবু বড় একা আমি
এই যোগাযোগের বাহুল্যে,
এই ভালোবাসার প্রাচুর্যে,
কঙ্কালসার বিবেকের অলিন্দে,
জীবন দহনের অন্তরালে।।
হ্যাঁ আমি একা আমার নিজের কাছে।