তুলির শেষ টানে ব্যবধান কমিয়ে আনি
মৃত্যু ও শান্তির।
শান্তি আমার মায়ের না ডাকা নাম,
আর মৃত্যু আমার প্রতিভার পদবী।
কাজে ফাঁকি দিয়ে গোপনে হৃদয়ের
বদ্ধ কুঠুরিতে বসে, তাপ্পি মেরে গেছি
জীবনের একের পর এক পাতায়।
তোমার অহঙ্কারী কোলে মাথা রেখে
জীবন্ত সিলিং ফ্যানের দিকে তাকিয়ে
থেকেছি বরাবর। কখনো তাল কেটে গেছে,
কখনো গুলিয়ে ফেলেছি সুর।
তবু মুগ্ধ হতে ছাড়িনি, হেরে গিয়েও হারিনি।
স্বপ্নের সোনালী ঝর্ণার জল আমার পিছল
চরিত্র বেয়ে নেমে আসে,
মিশে যায় কোন এক অগভীর নদীতে !!
আমি বারবার কান পেতে শুনেছি, দেখেছি,
দেখে গেছি কেবলই উত্তপ্ত নীরব মৃত্যু।।