সকালের কথা বিকালে
না বলাই ভালো
এতে বিকালের নিজস্বতা ‌‌
ক্ষুন্ন হতে পারে !


কিছু অর্থলোভী পিশাচ
সমাজকে দুমড়ে মুচড়ে একাকার
করে দিতে চায়
রক্তাক্ত হয় শিল্প সংস্কৃতি
ভেঙে যায় প্রেমের বাধন।


ওরে অসাবধানীর দল
বন্যা আসার আগে ৺বাধ
গড়ার কথা তোদের বারবার
কেনো মনে করাতে হয় ?


এরপর যখন ঘোর অন্ধকার
ঢেকে দেবে তোদের জীবন
গ্রাস করবে সমস্ত ভালোলাগাকে
তখনো কি তোরা বিকালের
অপেক্ষাতেই থাকবি ?


এ এক পরিপূর্ণ রাত;
এ বড় চতুর রাত;
কৃত্রিম আলোর সন্ধান দিয়ে
তোদের আরো অপেক্ষা
করতে বলে..


এ যুগে স্বর্গ নরক সব ই
বিশ্বায়িত হতে চলেছে
আর তোরা চলেছিস
ভেঙে ফেলা উপড়ে নেওয়া
এক ভালোবাসাহীন সমাজের পথে ।


কিছু নেই! কিছু নেই !
সত্যিই সেখানে কিছু নেই..
চক্রাকারে চারিদিক থেকে
ক্ষুধার্ত শকুনেরা ছুটে আসবে...


ওরে তোরা রাত না দেখেই
ঘরে ফের,
যা কিছু করার এখনি
করে ফেল,
সকালের কাজ বিকালে
না করাই ভালো,
যদি বিকাল গড়িয়ে
রাত হয়ে যায় । ।