আমি বৃষ্টি রঙের রাত পোশাকে
কিসব ভেবে হাতড়ে বেড়াই
একলা আকাশ চমকে ওঠে
দুহাত তুলে লুকিয়ে পড়ে
কিসব ভেবে রাত পোশাকে
একটু খানি আবির মাখাই
রাতপোশাকের বৃষ্টি গুলো
স্বপ্ন হয়ে ছলকে পড়ে
আমি তুমি একসাথে ঐ
বৃষ্টি ভেজা নিষেধ আছে
নিষেধ আছে অনেক কিছুই
বুকের উপর দুহাত রাখা
ছোট্ট বেলার গঙ্গা ফড়িং
শরীর দিয়ে জীবন লেখা
নিষেধ আবার মুচকি হাসি
কাজের মাঝে হালকা আদর
শরীর জুড়ে হাত বোলানো
লুকিয়ে রাখা ভেজা চাদর
তাই যদি হয় সত্যি বলি
নীচের দিকে আর যাবো না
হাত দেবো না পুজোর থালায়
কাঁসর ঘন্টা বন্ধ আবার
ধুনোর গন্ধ ছড়িয়ে পড়ে
একলা আমার শরীর কাঁদে
দুচোখ থেকে বৃষ্টি বেরোয়
একলা আমি ভিজবোনা আর
ভিজলে যদি ঠান্ডা লাগে ।।