এ কোন মননের ডাক
বিভোর হয়ে যাই,
বড় বেশি ঘোর লেগে যায়।
পাহাড়ের তলদেশ থেকে
উঠে আসা আদ্রতার দল
নিমেষে আমার চোখের পাতা
ভারী করে তোলে।
ঝোড়ো হাওয়ায়
বেসামাল হয়ে ওঠে
শার্টের কলার, আস্তিন,
মায় একটা গোটা জীবন।
যতবার ঘাড় ঘুরিয়ে জীবনকে
মাপতে যাই, আটকা পড়ি
কোন এক বিষম ক্রান্তীয় ভাবনায়।
যত ফুরিয়ে যাই, ততবেশী
পরিপূর্ণ মনে হয়।
যত হেরে যাই,ততবেশী
জেতার আনন্দ হয়।
যত আটকা পড়ি,ততবেশী
স্বাধীনতা খুঁজে পাই।।