যতটুকু ছায়া পড়ার কথা ছিলো, পড়েনি !
শব্দ - আলো - সময় ,
ভেঙে দিয়েছে অনেকটাই।
ভাগাভাগি করে নিয়েছে নিজেদের মধ্যে।
যতটুকু রাগ , ঘৃণা জন্মানোর কথা ছিল
তার দ্বিগুণ জন্মেছে আবার মরে গেছে,
বেঁচে থাকার মত পুষ্টির ভাগ পায়নি।
অবিরাম আশা - হতাশা - প্রত্যাশা
চলাফেরা করে চলেছে আমার ছায়ায়,
আমার রাগ, আমার ঘৃণার মধ্যে দিয়ে।
কিন্তু শব্দ - আলো - সময়
ভাগাভাগি করে নিয়েছে আমার ছায়া,
আর অপুষ্টিতে ভুগে মারা গেছে
আমার জমা রাগ ঘৃণা।
তাই এই সব নিয়েও আমি,
বেঁচে আছি ..
বলা যায় ভালোই আছি।