অচেনা সব দৃশ্য , বিসদৃশ , হয়তো পৈশাচিক
কিংবা এটাই স্বাভাবিক । আমরা অভ্যস্ত হয়ে
গেছি এসব দেখতে দেখতে ; তাই আর ভীত নই
সদ্য যৌবনেই অপহরণ , ধর্ষণ , মৃতপ্রায় আশ্রয়
হাসপাতাল থেকে মর্গে । ছিল না আগে এমন ।
গ্রীষ্মের প্রখর দিনের খরবায়ু বয়ে চলে দেশে
আচম্বিতে হানা নিঃসঙ্গ নারীর জীর্ণ বা উগ্র বেশে
পুরানো অন্ধ গলিতেও আতঙ্কে বসবাস মানুষের
চাপা নিঃশ্বাস । শ্বাসরুদ্ধ পরিবেশ চারিদিকে
হাহাকার জনতার তবু প্রতিরোধ গড়ে ওঠে না
শাসকের মদতে পুষ্ট হানাদার আর পুলিশের ভয়ে
অলীক বিপ্লবের স্বপ্নে বিভোর মানুষের মন ভাসে
প্রতিশ্রুতির বন্যায় । বৃথাই ভাবছি এসব --  কবে
সরে যাবে এসব জঞ্জাল -- হয়তো অনন্তকাল ।