সকালে ঘুম থেকে উঠলেই
কারণে অকারণে শুনতে হবেই
তেল নেই নুন নেই সাবান নেই পেস্ট নেই
হলুদ নেই বাসন মাজা পাউডার নেই
এটা নেই ওটা নেই সেটা নেই
নেই-লিস্টের শেষ নেই --
আগের মতো শান্তি নেই ।


বাইরে বেরিয়েও স্বস্তি নেই
ডেসিবল মাত্রাকে বুড়ো আঙুল দেখিয়েই
দুনিয়ার সব কটা মাইক্রোফোন এখানেই
বেজে চলেছেই , চলেছে তো চলেছেন
পার্বণ বা ভোট যে সামনেই --
আগের মতো শান্তি নেই ।


নিরিবিলি বসে থাকার জো নেই
আপনাকে একা একা পেলেই
নিজেদের কাজকর্ম শিকেয় তুলে রাখবেই
তারপর জুড়ে দেবেই
কার মেয়ে ঘরে নেই
কোন্ খেলায় কার ফর্ম নেই
জিনিসের দাম কেন বাড়বেই --
দেশে দেশে শান্তি নেই ।


রাত্রের বিছানায় ঘুম নেই
সারাদিনূ ছবিগুলো ভাবাবেই
এপাশ ওপাশ করবেই
কাল তো সকালে উঠলেই
কিছু কিছু পুনরায় ঘটবেই
তদুপরি পাশের জন জ্বালাবেই --
আগের মতো শান্তি নেই ।