দিনকাল আজকাল নয় বড় সুবিধে
যেখানে সেখানে পড়ে যাবে বিপদে
যার প্রতি তোমার আছে অপার বিশ্বাস
সুযোগ পেলেই সে রোধ করে শ্বাস ।
পথেঘাটে বাসে ট্রেনে এমন লোক দেখে
পাশকেটে চলে যাবে দূরত্ব বজায় রেখে
ওরা থাকে ধান্ধায় শিকার খোঁজে শুঁকে
যদি গায়ে ঢলে পড় , ছুরি চালায় বুকে
সতর্ক থাকা ভালো , সাবধানের মার নেই
জোচ্চোরের পাল্লায় সব শেষ হবে সেই ।