আমাকে আঘাত করো না
আমি প্রত্যাঘাত করতে জানিনা
আমাকে ঘৃণা করো না
আমি ঘৃণা করতে শিখিনি
আমি দূরে সরে যাই পাহাড়ের কাছে
পাহাড় আমাকে অনেক কিছু শেখায়
আমি শিখতে ভালোবাসি
ঝর্ণার গান শুনে মনে মনে সঙ্গীতের সুর তুলি
বনানীর সান্নিধ্য পেতে ভালোবাসি
নির্জনতায় মনের প্রশান্তি আসে
আমি নদীর পাশে বসি
মানস-নাওয়ে বহুদূর ভেসে চলি
আমাকে ভালোবাসলে আমি কাছে আসতে জানি
দুংখের অংশীদার হতে পারি ।