জন্ম আমার বাংলাদেশে
কলকাতারই কাছে
পাড়াগাঁয়ের মাটির ঘরে
ছোট্ট নদীও আছে ।
মায়ের কোলে মানুষ আমি
মাগো বলেই ডাকি
কাকা ফুফু দাদা দাদীর
কাছেই আমি থাকি ।
অ আ ক খ বর্ণ চিনি
ছোট্টবেলা থেকে
নামতা পড়া শিখি আমি
জোরে জোরে হেঁকে ।
দোয়েল ফিঙে টুনটুনি আর
চড়ুই পাখির রবে
ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি
ভোর হয়েছে সবে ।
কিষাণ কুমোর কামার তাঁতী
একপাড়াতেই থাকি
চাচা কাকা জ্যাঠা দাদু
বলে তাদের ডাকি ।
গাঁয়ের রাস্তা মাটির বটে
কাদা বর্ষাকালে
টোকা মাথায় চাষী চলে
জোড়া বলদ হালে ।
আবাদ বিবাদ সবই আছে
আমাদেরই মাঝে
মসজিদেতে আজান ডাকে
সাঁঝে শঙ্খ  বাজে ।