চৈতালি কানে কানে বলেছিল বাইরে না যেতে
তবুও পলাশের হাতছানিতে আমি ছুটে যাই
তার অধরে আমার ঠোঁট রেখে অমৃতের স্বাদ পাই
যে সজনে গাছ প্রথম মা হবে বলে
চারিদিকে ছড়ায় সুবাস , আমি মুঠো মুঠো সজনেফুল
আঁজলা ভরে কুড়িয়ে নিই
দোকানের পারফিউমের চেয়ে আমার কাছে
সর্ষেফুলের , আমের বোলের পারফিউম প্রিয়
বৈশাখী কানে ধরে বিকেলে বেরতে নিষেধ করে
শুনিনি তার কথা ; ঝড়ের তাণ্ডবলীলায়
দমিনি আমি , অবলীলায় এগিয়ে চলি
মাঘী পূর্ণিমার রাতেও আমি খোলা আকাশের নীচে
দাঁড়িয়ে নক্ষত্র দেখি , কোথায় অরুন্ধতী কোথায় স্বাতী
যে যে আমায় করে মানা আমি বলি ,
ভালোবেসে নিঃস্ব হবো তবু কারো নিষেধ শুনবো না ।