তোমার মন ভালো নেই অরুন্ধতী আমি জানি
পুবের ঘরে জানালার ধারে শুয়েছিলে উপুড় হয়ে
চোখের কোণে জল কি না তা জানিনে
নীল খোলের শাড়িতে তোমার পিঠে খোলা ঘন চুল
মায়াবী এক সুগন্ধ তোমার চারপাশে
প্রয়োজনে আমি স্বাতী নক্ষত্রের জল শুক্তিতে ভরে
সেই জল ফোটায় ফোটায় তোমার ঠোঁটে দেবো
নক্ষত্রের পানে চেয়ে অনেক পথ হেঁটে
তোমাকে পেয়েছি , আমার ঘরে এলে সন্ধ্যাপ্রদীপ হয়ে
জীমূতের বারিসিঞ্চনে আমার তনুমন ভিজেছে
সপ্তসুরের সুরবাহারে আমার বাগিচায় ফুটেছে ফুল
লজ্জারুণ আনত চোখে তুমি তাকিয়েছিলে
আমি তোমাকে রাখতে চাই অরুন্ধতী
একদিন অনেক রাতে বাড়ি ফিরে দেখি
তোমার মুখে জ্যোৎস্নার আলো
তুমি চলে গেছো বশিষ্ঠের কাছে  ।