আমরা দুটিই বোন
কেউ ছোট কেউ বড়
একই ভাষায় সড়গড়
উভয়েরই সুন্দরবন ।


দুজনের মাঝে দেয়াল
তোমার আকাশ আমার কাছে
আমার বাতাস তোমার কাছে
পরস্পরে রাখি খেয়াল ।


তোমার অনেক নদী
আমারও কম নয়
জোয়ার ভাঁটা হয়
মিলে যেতাম যদি ।


আমার অমলতাস
তোমার পারুল জারুল
আমার পারুল জারুল
উভয়ের প্রেম খাস ।


পায়ের কাছে সাগর
শিয়রেতে হিমালয়
ভালোবাসা অক্ষয়
রূপসীর আঁখি ডাগর ।


পলাশ শিমুল ফোটে
আজান শুনি কানে
রামায়ণের  গানে
মিলিত হয়ে ছোটে ।


মৌসুমী পবন একই
বৃষ্টি নামে এখানে
দুকূল ভাসে ওখানে
চিরকালই দেখি ।


একই কবির গানে
শিউলি ফুলের গন্ধে
হাসনুহানার গন্ধে
মনের জোয়ার আনে ।


বাউল গানের সুরে
কবিয়ালির বড়াই
আমরা করি লড়াই
নহি আমরা দূরে ।


আম কাঁঠালের দেশ
কোকিল দয়েল ডাকে
নদীও নাচে বাঁকে বাঁকে
আমরাও আছি বেশ ।


এক ভাষাতেই কথা
সূর্যমুখী ফুল হাসে
ভ্রমর ছুটে আসে
একই মনের ব্যথা ।