আমি চাই এমন একটা দেশ
যে দেশ অভয়ারণ্যের মতো নিরাপদ
নিরাপদ থাকে যেমন হরিণ শৃগাল শশক হাতী
ছায়াঘেরা মায়াময় বনে অবাধ বিচরণ
যেখানে কোন চোরা শিকারির বুলেটে বিদ্ধ হবে না
পশু , পাখি , অমূল্য বনজসম্পদ থাকে রক্ষিত
অবিকল সেই রকম কোন দেশ
যেখানে বারুদের গন্ধ , বিস্ফোরণে কেঁপে উঠবে না
মানব-পারাবতের নিঃশঙ্ক উড্ডয়ন
আকাশ নীলিমায় নীল ,
শাদ্বলে ঢাকা পায়ের নীচের মাটি
স্বপ্নাবিষ্টের মতো ওড়াবে ঘুড়ি
যেখানে থাকবে না কোন চিতা , হায়েনার উৎপাত
কচি ধানে ভরে যাবে মাঠ
মেঠো ইঁদুর মারায় ব্যস্ত কৃষক
আলুর বস্তা মাথায় চাষি ফেরে ঘরে
বাড়ির উঠানে চাটাই পেতে  
পাড়ার মা কাকীদের  গল্পের আসর ।
আমি চাই এমন একটা দেশ
যে দেশ অভয়ারণ্যের মতো নিরাপদ ।