জল নেই হাওয়া নেই
আছে তনু কায়া
ঢেউ খেলে যায় সারা দেহে
মনে জাগায় মায়া
পরিপাটি দীঘল কেশে
কলোমেঘের ছায়া ।


আপনমনে হেঁটে চলে
ঢেউ তুলে যায় মনে
সুর তুলে কেউ গুনগুনিয়ে
গাইছে সঙ্গোপনে
দীর্ঘ সময় কৃশতনু
কদমতলে তার সনে ।