আবরাহা ও কাবা
(সুরাহ ফিল অবলম্বনে)
             জামাল ভড়
ইয়েমেন দেশের বাদশাহ
দিগ্বিজয়ী আবরাহা
মনের বড় খায়েশ ছিল
দখল করে কাবা ‌।
নিজের দেশের রাজধানীতে
একটি গির্জা নির্মিয়া
সকল দেশের তীর্থযাত্রী
তীর্থ করুক আসিয়া ।
সেই মোতাবেক তৈরি করেন
বিশাল একটি বাহিনী
ধ্বংস করেন কাবার ভূমি
এটাই সেই কাহিনী ;
শক্তিশালী সৈন্যদলে  
ছিল কিছু হাতী
মনের সাহস দিতে তাদের
বাদশাহ ছিল সাথী ।
মুগাম্মাসে গিয়া সৈন্য
মক্কা অভিমুখে
মক্কাবাসী জানের ভয়ে
পড়লো বড় দুখে ।
আচমকা সব হাতী সকল
বসে পড়ে শেষটা
ব্যর্থ হলো তাদের তোলা
হাজার রকম চেষ্টা ।
হঠাৎ আকাশপানে সেথা
কালো মেঘে ছেয়ে
ছোট্ট পাখি আবাবিলের
শত লক্ষ ধেয়ে ;
ঠোঁটে তারা নিক্ষেপিল
শত লক্ষ কাঁকর
তাতেই ঘায়েল হাতীসকল
পলায়নে তৎপর ।
বাদশাহ আবরাহা স্বয়ং নিজে
আহত হয়ে জব্দ
পরাজিত পরাভূত
মৃত্যু নিঃশব্দ ।