কৌরবরা সংখ্যাগরিষ্ঠ তবুও চিন্তিত
দুর্যোধনের শক্ত চোয়াল ক্রমশঃ শিথিল
বুকের ছাতি দিনে দিনে কমে যায়
দুঃশাসনের কপালে বলিরেখা প্রকট
অমিতশক্তির অধিকারী হয়েও শিথিল স্নায়ু
বিপুল সেনাসমাবেশেও রাতের ঘুম নেই
সংখ্যালঘু পাণ্ডবরা মরিয়া
এক দ্রোপদীর ডাকে শতসহস্র দ্রোপদী
আগুয়ান , তারা দৃঢ়প্রতিজ্ঞ
তাদের সাথে অহল্যা সীতা সাবিত্রী কুন্তি
মন্দোদরীও বসে নেই , সবাই রণক্ষেত্রে  
পিতামহ ভীষ্মের মতো প্রতিজ্ঞাবদ্ধ
কুণ্ডল ভূষিতা দুর্গার স্মরণাপন্ন
দুর্গতির বিনাশ ও সত্যের সাধনে ।