আমার অতিসত্তার আমিই অগ্রদূত
আমাকে যে পথ দেখায় সেই পথেই চলি
যে কুটির আমি গড়েছি তা আমার কল্পনার
সকাল থেকে সন্ধে ছায়া আমার সাথে চলে
কখনো সে আমাকে অনুসরণ করে , কখনো আমি
আমার স্বপ্ন ছিল সময় কালের সীমা ছাড়িয়ে
সেই প্রস্তরযুগ হতে রোবোটিক যুগে
অনায়াস আনাগোনা ; কুয়াশার চাদর পরে
আমি শীতের ভোরে হেঁটে চলি অঘ্রাত ফুলের বাগিচায়
বিগতকালের স্বপ্নমগ্নতা , অনাগত ভাবীকালের স্বপ্নে
বুঁদ হয়ে থাকি , অজর অমর না হলেও আমি
যতকাল আছি দেখে যাব এই পৃথিবীর রূপরসবর্ণ
আমার বার্ধক্যের থরথর ঠোঁটে
দিয়ে যাব চুম্বন , যেমন এমন মৃত্যুও
আমাকে দেবে চুম্বন ।