আজ আর আফশোস করে কী লাভ
যেদিন তোমাকে কাছে পেতে চেয়েছিলাম
তুমি করেছিলে অবজ্ঞা
তুমি করেছিলে অবহেলা
আমাকে মনে করেছিলে তোমার অযোগ্য !
আজ যখন আমি দুনিয়ার এ-প্রান্ত থেকে ও-প্রান্ত
ঘুরে বেড়াই তখন তোমার কেন অনুশোচনা
গৃহকোণে বন্দি থেকে তুমি উদ্ভিজ্জপ্রকৃতি
স্থবির আসবাবের মতো পড়ে আছ
বড় জোর এ-আত্মীয় ও-আত্মীয়
তোমার সঙ্গীর অর্থ আছে , মানসিকতা নেই
আমার অর্থ নেই , মানসিকতা আছে
স্বল্প সামর্থে ঘুরে বেড়াই লাসায়
হেঁটে বেড়াই চীনের প্রাচীরে
আল্পস , পামিরের প্রত্যন্ত অঞ্চলে
তোমার মনে পড়ে মানসী
যেদিন আমি হাত বাড়িয়েছিলাম
সেদিন তুমি গ্রাহ্য করনি
অনায়াসে প্রত্যাখ্যান করেছিলে
মনে পড়ে সে কথা মানসী !