এক যে আছে দুষ্টু মেয়ে
দুষ্টু নয় সে মিষ্টি
আনন্দতে হাসে না সে
চক্ষে নামে বৃষ্টি ।
দুঃখ পেলে মনের মাঝে
কথা বলে হেসে
আসল কথা নিজের আবেগ
লুকোয় ভালোবেসে ।
রোদ বাদলে বাইরে গেলে
ছাতা মুড়ে রাখে
গাছের তলে বসলে পরে
মাথায় ছাতা থাকে ।
পড়তে বসে ছবি আঁকে
ছবির ভিতর পড়ে
আজব মেয়ে আজবভাবে
জীবনখানা গড়ে ।