আমাদের আশেপাশে অনেকেই আছে
বাংলা বর্ণমালার অযোগবাগের মতো
অস্তিত্ব আছে তাদের তবুও অপরের সাহায্য ছাড়া
নিজেরা কোথাও একা দাঁড়াতে পারে না
বসন্তের কোকিলের সঙ্গে তাদের মেলে দেখা
গাঙচিল যেমন গাঙের সাথে চলে
প্রজাপতি যেমন ফুলের উপর নির্ভরশীল
নদী যেমন সাগরের সঙ্গে মোহনায় মিলিত হয়
এরাও সেই একই রকম অনুস্বর ও বিসর্গ ।
একার অস্তিত্ব টের পাওয়া যায় না ।