আমরা কী আর লোকাল ট্রেনের
হেঁদিপেঁদি ফেরিঅলা
আমরা কী আর বেচি বাদাম
ছোলাভাজা কিংবা কলা
রঙচঙে সব পোশাক পরে
সাজুগুজু মুখে হাসি
ট্রলি ঠেলে বারেবারে
বেচতে জিনিস কাছে আসি
উঁচু হিলের জুতো পরে
পাকা লংকার ঠোঁটে হেসে
হরেক মালের পসরা ঠেলে
ক্রেতার পাশে দাঁড়াই ঘেঁষে ;
তেষ্টা পেলে জলও দেব
অনেক পরে ছোট্ট কাপে
কিছু লোকে সেটা দেখে
আড়চোখেতে ওজন মাপে ।
যুগের সাথে তাল মিলিয়ে
আমরা এলাম আকাশে
বিমানবালা নামে মোরা
থাকি সাথে থাকি পাশে ।