আকাশ ঘিরে মেঘ করেছে
কত রঙের খেলা
ফুলবাগানে বাহারি সব
কত ফুলের মেলা
আগানবাগান গাছের ডালে
কত রকম পাখি
সকাল বিকাল দুপুর সাঁঝে
যাচ্ছে তারা ডাকি' ।


অন্ধ মেয়ে সুহাসিনী
আপনমনে হাসে
দেখতে না পেলেও তবু
শুনতে ভালোবাসে
পাখির ডাকে ফুলের গন্ধে
মন হলো তার উদাস
হাবেভাবে মুখের রেখায়
করে সেটা প্রকাশ ।


বোবা বধির উজির আলি
নদীর পাড়ে আসি'
সাঁঝের বেলায় আপনমনে
বাজায় কেমন বাঁশি ।
বাঁশি শুনে পায়ে পায়ে
সুহাসিনী আসে
পড়বে নদীর জলে বলে
উজির বসায় পাশে ।
উজির আলি দেখায় শুধু
সুহাসিনী বলে
এমনভাবে দুজনের
আলাপনী চলে ।