তাওরাতেও পাই , ইনজিলেও পাই
পাক কুরআনেও একই কথা তাই  
দামি এই আধারের নানা নামে আছে
কেউ জানে না এখন সেটা কার কাছে
আর্ক অফ কোভেন্যাণ্ট কেউ বলে
আর্ক অফ গড নামেও এটা চলে
পাক কুরআনে এর উল্লেখ পরিষ্কার
তাবুত-সাকিনা নামে উল্লেখ তার
তাবুত  বড়ো রহস্যময়ী সিন্দুক যেটি
সুনিশ্চিত জয়ী হবে যার দখলে সেটি
কাঠের এই সিন্দুকে দশটি উপদেশ
মুসা নবির কাছে ছিল সুরক্ষিত বেশ ।
তিন ধর্মের লোকে করে সিন্দুকে বিশ্বাস
খুঁজে খুঁজে হয়রান , উঠছে নাভিশ্বাস ।