পূর্বপুরুষ কাশ্মীরি ব্রাহ্মণের রক্ত তোমার শরীরে
একহাতে তোমার উপনিষদ
মননে মহান আল্লাহ
তুমিই বন্দনা কর বিশ্বামিত্র ও ভর্তৃহরিকে
স্বপ্ন দেখতে এক নির্মল আকাশের
যেখানে ধোঁয়ায় ধোঁয়াকার নেই
যেদেশে সৈন্যরা ব্যূহনির্মাণ করে না
বেয়নেট উঁচিয়ে থাকে না
নিরন্নদের হাহাকার নেই , তাদের ক্রন্দনধ্বনি
অন্তরকে পীড়িত করে না
তোমার কলমেই বেরোয় কবি
সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তাঁ হমারা
আজ তোমাকেই নির্বাসন দিল দিল্লি
ত্রিশূলের তীক্ষ্ণ ফলকে তোমার নাম খুঁচিয়ে তুলে দেয়
পরবর্তী প্রজন্মের ছাত্ররা যাতে তোমার নাম ভুলে যায়
ভাগ্যের বিড়ম্বনা এই তুমি মুসলিমদের কাছে কাফের
আর কাফেরদের কাছে তুমি মুসলিম
যেহেতু তুমি ইকবাল , গরিমা সকলের ।