পথপ্রান্তে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে জারুল
চারিদিকে সব সুন্দরী অমলতাস
নিকটে যে সেও সকলের মতো পুষ্পবতী
প্রজাপতির আনাগোনা তাদের বুকে
মধুকরের গুঞ্জনে চারিদিক মুখরিত
অকালবৃষ্টির দু'চার ফোটা জল
সবাই যে যার ব্যস্ত , প্রেমালাপে মত্ত
সে কেবল বিপুল ধরণী মাঝে
নীরবে নিভৃতে কাঁদে ।