কেউ মানুক বা নাই মানুক
কিন্তু আমি মানি
আমার মায়ে সব যে পারে
এটাই আমি জানি ।
আমার কিছু আটকে গেলে
মায়ের কাছে যাই
সঙ্গে সঙ্গেই তার সমাধান
মায়ের কাছে পাই ।
মায়ের রান্নাছাড়া কিছুই আমার
মুখেই রোচে না
মায়ের গলা জড়িয়ে ধরে
না শুলে দুঃখ ঘোচেনা  ।
আমার মা-টি বিশাল জ্ঞানী
কত কিছুই জানে
মায়ের প্রতি ভালোবাসা
আছে আমার প্রাণে ।


আমার মায়ে রয়েই গেল
বড়ই ব্যাকডেটেড
এত বলি এত শেখাই
হয়না আপডেটেড ।
ইংরেজিটাও ঠিক পারেনা
বাংলায় কী সব বলে
মডার্ন যুগে সেকেলে ওই
বাংলা কী আর চলে !
পিঠেপুলি পোলাও মাংস
সেকালের  সব রান্না
পিৎজা পাস্তা ইডলি শুনে
মায়ের আসে কান্না ।
আমার মা তো আদ্যিকালে
রইলো দেখি পড়ে
এত চেষ্টা করেও আমি
উঠলো না আর গড়ে ।