আমি স্রোতের টানে ভেসে চলিনে সময়ের সাথে
বুকের জগদ্দল পাথরটাকে আঁকড়ে পড়ে থাকি
দশচক্রে ভগবান ভূত থিয়োরিতে আমার বিশ্বাস নেই
মেঘেরা ভেসে চলে আকাশে , গা বাঁচিয়ে
চাঁদ আপনগতিতে পূর্ব থেকে পশ্চিমে এগিয়ে যায়
তাকে চির আড়ালে রাখতে পারে না মেঘ
দমকাবাতাস যখন শান্তবালিকার এলোমেলো চুলে
ঢেউ তোলে তখন সঙ্গীতের মূর্চ্ছনা শুনি ;
সময় পারে না আমার ছেলেবেলা কেড়ে নিতে
সময় পারে না আমার সকল স্মৃতি মুছে দিতে
আমার স্থির প্রত্যয় নিয়ে আমি বেঁচে আছি আবাল্য ।