আমরা সবাই মানুষ
তবুও হারাই হুঁশ
পকেট যখন গড়ের মাঠ
বাড়ির সবজি খাওয়াই ঠাট
ধনী হলে রেস্তোরাঁ যাই
একই সবজি কিনে খাই ।
অর্থ উপার্জনে হলে ফেল
বাহন আমাদের সাইকেল
আবার অনেক টাকার মালিক হলে
জিমে আমাদের সাইকেল চলে ।
টাকার ধান্দায় হেঁটে বেড়াই
টাকা হলে হেঁটেই ভুঁড়ি কমাই ;
বেরোজগারে বিয়ের জন্য বাড়াবাড়ি
বেশি টাকায় আবার ছাড়াছাড়ি
আমরা সবাই মানুষ
হয়না তবু হুঁশ
অল্প অর্থে স্ত্রী পিএ
বেশি অর্থে পিএকে বিয়ে
মায়ের জন্য সময় নাই
ঐ সময় সিনেমায় যাই
অসময়ে বৌই ভরসা
টাকায় বান্ধবী ফরসা ফরসা ;
টনক নড়ে অবস্থা ভেদে
সব সময়ই যাই কেঁদে ।