বাপ-মা হারা
ছন্নছাড়া
ওই যে ছেলে
আঁখি মেলে
রথের মেলায়
বিকেল বেলায়
বেড়ায় ঘুরে
কাছে দূরে ।
ফ্যালফেলিয়ে
চায় তাকিয়ে
বাদাম পানে
যদিও জানে
ওসব বাদাম
অনেক দাম
ছেঁড়া জামায়
পকেট কোথায়
পয়সা পাবে
বাদাম খাবে ।
নাগরদোলায়
মন চলে যায়
তবুও নাচার
পথ কী বাঁচার
ভাবছে মনে
যাবে বনে
কাঠ কুড়াবে
পয়সা পাবে ।
কিংবা যদি
কাছেই নদী
তথায় গিয়ে
জালটা নিয়ে
মৎস্য পায়
বেচে , খায়
বাঁচে প্রাণে
জীবন মানে
বড়ই কঠিন
টঙ্কা বিহীন
সবই ফাঁকা
আঁকাবাঁকা
জীবন চলে
মন তো বলে
দেখে যাও
খেটে খাও ।