শেষ বিকেলের পড়ন্ত আলোয় পাখিদের ব্যস্ততা
যে যার মতো দিনের শেষ আহার করে
ম্লান আলো গায়ে মেখে যে যার নীড়ে ফেরে
দলবেঁধে বা জোড়ায় জোড়ায় কাছাকাছি
আর পৃথিবীর বুকে যখন নামে আঁধার
মনুষ্য পদবাচ্যের নামধারী কিছু লোক
নানাবিধ শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে
কতিপয় মেয়ে তাদের প্রিয় পুরুষের সাথে
নিঃসঙ্গতার বন্ধন ছিন্ন করে
শিশ্নোদরপরায়ণ যুবকের রিরংসাপ্রবৃত্তি
ভিসুভিয়াস আগ্নেয়গিরির মতো স্ফুলিঙ্গ
ছড়ায় কোমল অবয়বে
ভয়ার্ত হরিণীর চোখের কোণের আকুতি
পশুরাজের হৃদয় অনড় হিমালয় ;
মানুষ যদি পশুরাজ না হয়ে  
পক্ষীজীবনের মতো হতো
আমাদের পৃথিবীটা হতো এক ভাসমান দ্বীপ ।