প্রথম চোখোচোখিই ছিল অনুঘটক
দৃষ্টিবিনিময় সেখানেই ঐ একবার
তারপর তার রাসায়নিক পরিবর্তন শুরু
দেখা দিল নানান উপসর্গ :
ভীড়ের মাঝেও একাকীত্ববোধ , বিমর্ষতা
কোন কিছুতেই মন না বসা
অনুঘটক ছিল সামান্য
পার্শ্বপ্রতিক্রিয়ায় দেহমন অবশ
প্রতিকারের নিমিত্ত অনুপান নিদান
একমাত্র সেই চোখ দিতে পারে ।