ছেলে ছিল রৌদ্ররঙা আলতামাখা
বসে থাকে একা একা
কর্মবিমুখ মিষ্টভাষী সদালাপী
চুপটি করে পাখি দেখা ।
কথার জাদু বড়ই স্বাদু দিনের বেলা
অলসভাবে সময় কাটে
বাপটি তাহার খুব অসহায় টাকার তরে
দিনে রাতে বেজায় খাটে ।
এই ছেলেটার বয়েই গেল , অনাগ্রহ
ফালতু ভাবে বাপের কাজে
মা মরা এই ছেলের কাণ্ডে বাপের বুকে
ভীষণ বাজে ভীষণ বাজে ।
আসা যাওয়ার পথের ধারে একটা মেয়ে
চুলেও হেনা হাতেও হেনা
বিয়ের বাজার আকাল ভেবে মাকাল দেখে
সেই যে গেল আর এলো না