এই আসন অনেক দামি , যিনি বসেন এই আসনে
দেখা করতে হলে তাঁর সঙ্গে
এম এ ফার্স্ট ক্লাস দারোয়ান
পিএইচডি পিওন , এমবিবিএস টাইপিস্ট ,
বিলাতফেরত ডাক্তার
এমটেক ইঞ্জিনিয়ার -- এঁদের সবার কেউ বডিসার্চ করেন ,
কেউ স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন
ছোঁয়াচে রোগ নিয়ে এসেছে কি না ,
আইআইটি খড়্গপুর মেটাল ডিটেক্টর দিয়ে দেখেন ;
না করলে তো চলে না ;
এই ভবনের বিভিন্ন কক্ষে পদমর্যাদা অনুযায়ী
পর পর চেয়ার সাজানো , চেয়ারে সমাসীন
মহামান্য মন্ত্রীবর্গ ; তাঁদের নিরাপত্তা বলে কথা ,
চেয়ারের সার্থে এটুকু করতেই হয়
জাঁদরেল আইএএসের দায়িত্ব টেলিপ্রম্পটারে
ধীর উচ্চারণে ইংরেজি লেকচার ;
বিদেশ বিভুঁইয়ে যেতে তো হয়
মিত্রতা বজায় রাখা
আমদানি বাড়িয়ে সুসম্পর্ক স্থাপন
অনেক অনেক বোঝা এঁদের ঘাড়ে যে
আসনে সব মহামূল্যবান জীবন বলে কথা ।