সময়ের দুঃসময় রাত
তমসার নিবিড় চুলের মতো আঁধারে
তার নিঃসঙ্গতায় একাকীত্ব দূর করতে
পাহারায় আসে চাঁদ
আশার আলো দেখায়
বেঁচে থাকার স্বপ্ন দেখায়
তারপর ভোরের আলোর পথ ধরে
বেঁচে থাকার স্বপ্ন দেখায় প্রভাত
গাছে গাছে ফোটে ফুল
ডালে ডালে ডাকে পাখি
রাতের মতো দুঃসময় আসে যায়
কোনকিছুই চিরস্থায়ী নয় ।